অতৃপ্ততা

সাহিত্য

বাপ্পি সরদার


বিজ্ঞাপন

ওহ বুকের মধ্যে চাপা একটা বেদনা,
দুর্বিষহ করে তুলেছে আমাকে সহ্য করা যায় না।
সেই যে কবে থেকে কষ্ট নামক বটবৃক্ষ বুকের পাঁজরে চেপে বসেছে,
বছরের পর বছর চলে যায় নামার যেন কোন ফুসরতই নেই।

জীবন সংগ্রামে সমুদ্র পাড়ি দেওয়ার সব রকম চেষ্টা অব্যাহত,
তবুও কি যেন একটা পিছুটান আমাকে তাড়া করে প্রতিনিয়ত।
সেই যে বুক চিরা আমার দুইটি মানিক রতন,
ওদের মুখ পানে চেয়ে মুখ বুজে সকল কষ্ট সয়ে যাচ্ছি প্রতিদিন।

ভালবাসার সেই সুখের অনুভূতি যা আমার কামনায় পরিণত হয়েছে,
সুখ পেতে মরিয়া হয়ে প্রিয়জনের সন্ধান করছি।

সমাজের বাস্তবতা আমাকে আষ্টেপৃষ্টে রেখেছে,
একের পর এক ভালোবাসার প্রত্যেকটি চেষ্টার প্রিয়জন আমাকে ছেড়েছে।

জ্বলন্ত অগ্নিশিখা দাও দাও করে জলে প্রতি রাতে,
সে যে কি ভীষণ যন্ত্রণা, আনন্দের পরশ খুঁজতে আমার- এখন ভালই লাগে।

আহ! সময় আমাকে ভীষণ মধুর কষ্টে আপন করে নিতে চায়,
তবু আমি ভ্রমরের আশায় মধু বিলাতে ব্যয় করি ব্যস্ত সময়।

“অতৃপ্ততা”শব্দটি এখন যেন আমার ভালোবাসায় রূপান্তরিত ,
চুলের খোপায় গাজরার ফুল ঘ্রাণটা আমাকে প্রতিনিয়ত করে আনন্দিত।