সাবরীনা মান্নান : কবুল বলে কিছু কাগজে সাইন করলেই বিয়ে মানে আজীবনের বন্ধন, আবার তালাকের নিয়মও প্রায় একই। দুটি ঘটনা, ঘটতে বা ঘটাতে সময় লাগে খুব বেশি হলে দশ মিনিট।

আমার বাসার পাশেই মসজিদ, গীর্জা ও মন্দির। গত পরশু থেকে শুরু হয়েছে বিয়ের কার্যক্রম। যেখানে হাজার হাজার মানুষ ঢাকা ছাড়তে বাধ্য হয়েছে।
জীবনের সাথে তাল মিলাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে বহু মানুষকে, এমন দূর্যোগের মাঝে এক মাইল রাস্তা লাইটিং করে বিকট আওয়াজে দিনরাত চলছে বিয়ের গান বাজনা।

এ অবস্থায় নিজের বাসায় গত দু রাত ঘুমতে পারিনি। হয়তো আমার মতো এ এলাকার অনেকেরই একই অবস্থা। কিছু বলা যাবে না, তারা এ সমাজের অতি পরিচিত প্রভাবশালী মানুষ নামের মানুষ।

সমাজ থেকে এসব অসংগতি যতদিন দূর হবে না ততদিন এ সমাজ পরিবর্তনের আশা করাটাও বোকামি।
👁️ 8 News Views
