সিএমপির ঈদ উপহার সামগ্রী বিতরণ

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : নগরীর অসহায় দারিদ্র্য জনসাধারণের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগ।


বিজ্ঞাপন

অদ্য ১৯ জুলাই, ২০২১ খ্রী ১২ঃ০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্ত্বরে উক্ত কার্যক্রমের উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

এই কার্যক্রমের আওতায় সিএমপির দক্ষিণ বিভাগের ২৪ টি বিট এলাকায় বসবাসরত প্রতিটি বিট এলাকার ২৫ টি পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, পেয়াজ, সেমাই, সাবান সহ নিত্য প্রয়োজনীয় ১৫ কেজি খাদ্য সামগ্রী বাসায় গিয়ে বিতরণ করা হবে।


বিজ্ঞাপন

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 9 News Views