রাজধানী‌তে খেলার মাঠ দখল করে দোকানপাট; ইনবক্সে বার্তা পেয়ে উচ্ছেদ করলো পুলিশ

অপরাধ

মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌কে পাঠা‌নো মেসে‌জের ভি‌ত্তি‌তে ব্যবস্থা
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে একজন সচেতন নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, তাদের এলাকায় মসজিদ এর পাশে খেলার মাঠ দখল করে দোকানপাট বসেছে। মানা হ‌চ্ছে না স্বাস্থ্য‌বি‌ধিও। মসজিদ কমিটির ইচ্ছায় এখানে দোকানপাট ও মেলা বসছে।


বিজ্ঞাপন

বার্তা পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে ওসি বাড্ডা আবুল কালাম আজাদকে নির্দেশনা দেয় মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং। এর প্রেক্ষিতে, ওসি বাড্ডা তার একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়ে তাৎক্ষনিকভাবে ডিআইটি প্রজেক্ট মাঠ থেকে সকল দোকানপাট উচ্ছেদ করেন।

 

 

👁️ 6 News Views