৭ দিনের রিমান্ডে রিফাত ফরাজী

অপরাধ আইন ও আদালত বরিশাল সারাদেশ

বরগুনায় কুপিয়ে হত্যা

বরগুনা প্রতিবেদক : বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির জানান, বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী গত সোমবার বিকালে পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। গত ২৫ জুন জেলা শহরের কলেজ রোডে রিফাতকে (২৩) স্ত্রীর সামনে কুপিয়ে আহত করে একদল যুবক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে রিফাতের বাবা দুলাল শরীফ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এর মধ্যে মামলার ১ নম্বর আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড গত মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। আর ২ নম্বর আসামি রিফাত ফরাজীকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরিদর্শক কবির বলেন, দ্বিতীয় দফায় তাকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার ‘বন্দুকযুদ্ধে’ নয়ন বন্ড নিহত হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি গুলি, দুটি গুলির খোসা ও তিনটি রামদা উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে এই অস্ত্র মামলাটি দায়ের করে। সেই মামলায় তাকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হল। পরিদর্শক হুমায়ূন কবির জানান, রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচজন এবং সন্দেহভাজন হিসেবে ছয়জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মোট ছয়জন হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এদিকে, রিফাত হত্যায় গত সোমবার আরিয়ান নামে আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির বলেন, গত সোমবার বিকালে আরিয়ান শ্রাবনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। গত সোমবার ভোররাতে আরিয়ান শ্রাবনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানান হুমায়ূন। রিফাত ফরাজীকে সাত দিন এবং টিকটক হৃদয়, কামরুল হাসান সাইমুন, আরিয়ান শ্রাবণ ও রাফিউল ইসলাম রাব্বীকে ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *