শ্রম পরিদর্শক আরিফের মৃত্যুতে শ্রম প্রতিমন্ত্রীর শোক

জাতীয়

আজকের দেশ রিপোর্ট : মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক এসএম আরিফুজ্জামান আরিফ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।


বিজ্ঞাপন

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, এস এম আরিফুজ্জামান একজন নিষ্ঠাবান এবং দক্ষ কর্মকর্তা ছিলেন। সবার সাথে অত্যন্ত মিশুক, অমায়িক, মেধাবী এই কর্মকর্তার মৃত্যু কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জন্য একটি বড় ক্ষতি।

শ্রম প্রতিমন্ত্রী মহহুম আরিফ এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এস এম আরিফুজ্জামান এর মৃত্যুতে শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহসানে এলাহী এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদও গভীর শোক প্রকাশ করেছেন।

আরিফ গত ১৩ সেপ্টেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীণ লাইফ হাসোতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১২.১৫ মিনিটে মাত্র ৪১ বছর বয়সে ইন্তেকাল করেন( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে আরিফ স্ত্রী এবং পাঁচ বছর এবং দুই বছর বয়সী দু’টি ছেলে রেখে গেছেন।

এস এম আরিফুজ্জামান তথ্য অধিদফতরে তথ্য সহকারী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরে তিনি ৩৩ তম বিসিএস থেকে শ্রম পরিদর্শক (নন-ক্যাডার) হিসেবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে যোগদান করেন। আরিফ শ্রম মন্ত্রণালয়ে ২০১২-১৩ সালে বেগম মন্নুজান সুফিয়ান এর জনসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।