কেএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রবিবার ৩১ অক্টোবর, সকাল সাড়ে ৭ টার সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে খুলনা মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

প্যারেড পরিদর্শনান্তে পুলিশ কমিশনার প্রতিনিয়ত প্যারেড অনুশীলনের মাধ্যমে প্যারেডের আরো উৎকর্ষ সাধন এবং মানোন্নয়নের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ কমিশনার প্যারেডে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান।


বিজ্ঞাপন

কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্ মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন

এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি), রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ, আরআই পুলিশ লাইন্স ও সিটিএসবি, ট্রাফিক এবং ডিবি’র অংশগ্রহণকারী অফিসারবৃন্দ ও ফোর্সগণ।

 

 

👁️ 20 News Views