কীটনাশক ও এন্টিবায়োটিকের অবশিষ্টাংশ সম্পর্কিত কারিগরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ” কীটনাশক ও এন্টিবায়োটিকের অবশিষ্টাংশ সম্পর্কিত কারিগরী কমিটি” এর প্রথম সভা গতকাল রবিবার ১৩ মার্চ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত আলোচনা সভায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান বলেন, কর্তৃপক্ষের বৈজ্ঞানিক কার্যক্রমকে গতিশীল করার জন্য কর্তৃপক্ষের কারিগরী কমিটি সমূহকে কার্যকর করা প্রয়োজন।


বিজ্ঞাপন

সেই লক্ষ্যে আয়োজিত কারিগরী কমিটির প্রথম সভায় সদস্যগণকে উপস্থিত থাকার জন্য তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান।


বিজ্ঞাপন

কমিটির সদস্যগন, কীটনাশক ও এন্টিবায়োটিকের অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ ও এ সম্পর্কিত গাইডলাইন প্রণয়নে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মতামত ব্যক্ত করেন।

উক্ত সভায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক জনাব অমিতাভ মন্ডল।

এছাড়া সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কর্তৃপক্ষের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ সিংহ।

👁️ 15 News Views