ভোক্তা অধিকার মুন্সীগঞ্জ কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালনা ও জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত

  1. নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল রবিবার ১০ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক টংগিবাড়ি উপজেলায় সুবচনী ও চান্দের বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
    সুবচনী বাজারে মোল্লা স্টোর ও বোরহান স্টোরে অভিযান কালে দেখা যায় যে, জর্দার রং এর নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করা হচ্ছে। মোল্লা স্টোর কে ৫০০০ টাকা ও বোরহান স্টোর কে ২০০০ টাকা জরিমানা করা হয়।
    পন্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় চান্দের বাজারে মা স্টোরকে ১০০০ টাকা জরিমানা করা হয়।
    মোট ৩টি প্রতিষ্ঠানকে ৮০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। টংগিবাড়ি থানা পুলিশ এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।
👁️ 20 News Views