এবার সালমানের সঙ্গে সেই ভিক্ষুক রানু

আন্তর্জাতিক এইমাত্র বিনোদন বিবিধ

বিনোদন ডেস্ক : ময়লা পোশাকে স্টেশনের প্ল্যাট ফর্মে ঘুরে ঘুরে গান গেয়ে বেড়াতেন রানু। রাস্তার পাশে গান গাওয়ার সময় মানুষ টাকা দিলে তবেই খাবার জুটতো। সেই রানুর গানের একটি ভিডিও ভাইরাল হয় সম্প্রতি। আর এই গানই বদলে দিলো তার জীবন।


বিজ্ঞাপন

কোটি কোটি মানুষ তার গানশুনে প্রশংশা করছে। এরই মধ্যে নদিয়ার রানু মণ্ডল গান রেকর্ড করেছেন হিমেশ রেশমিয়ার সুরে। ‘তেরি মেরি কাহানি’ শিরোনামে একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। গানটি থাকবে বলিউডের আসন্ন ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমায়। এই গানটির কয়েকটি লাইনও এখন ভাইরাল।

এবার শোনা গেলো নতুন খবর, শোনা যাচ্ছে রানুকে নাকি দেখা যেতে পারে ‘বিগ বস’-এর ১৩তম সিজনে। বলিউড সুপার স্টার সালমান খানের জনপ্রিয় ও বিতর্কিত টেলি শো ‘বিগ বস’ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ।


বিজ্ঞাপন

গুঞ্জন ছড়িয়েছে এবার বিগ বসের সিজন ১৩তে যোগ দিতে সলমনের ডাক পেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। গুঞ্চন সত্যি হলে রানুর জীবন আরো পাল্টে যবে। গুঞ্জন যদি মিথ্যে না হয় শিগগিরেই সাল্লু ভাইয়ের সঙ্গে দেখা যাবে রানুকে।


বিজ্ঞাপন
👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *