টুইটারে গিবস-আলিয়ার খুনসুটি

অন্যান্য বিনোদন বিবিধ

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউড অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়া হোক বা সিনেমার পর্দা সব জায়গাতেই তার ভক্তের অভাব নেই বললেই চলে। তবে এই জনপ্রিয় অভিনেত্রীকে চেনেন না দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্শেল গিবস। সোশ্যাল মিডিয়ায় অজান্তেই আলিয়ার জিআইএফ শেয়ার করলেও তিনি যে আলিয়াকে চেনেন না সেটা নিজের মুখেই জানিয়েছেন গিবস


বিজ্ঞাপন

নিজের সমর্থকদের উদ্দেশ্যে একটি টুইট করেন হার্শেল গিবস। আর গিবসের সেই টুইট পছন্দ হয় টুইটারের। পরে টুইটারের অফিসিয়াল কর্তৃপক্ষ লাইক করেন সেই টুইটটিকে। টুইটার কর্তৃপক্ষ গিবসের টুইট লাইক করায় বেশ খুশি হয়েছিলেন তিনি। তাই টুইটারের উদ্দেশ্যে নিজের খুশি প্রকাশ করার জন্য আর একটি পাল্টা টুইট করেন তিনি। সেই টুইটে ছিল আলিয়া ভাটের একটি জিআইএফ।

👁️ 14 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *