রোহিঙ্গাদের মোবাইল ফোনের সেবা বন্ধের নির্দেশ

অন্যান্য অর্থনীতি আইন ও আদালত এইমাত্র জাতীয় সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের মোবাইল ফোনের সেবা বন্ধে ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।


বিজ্ঞাপন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশের পরিপ্রেক্ষিতে সোমবার (০২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানায় বিটিআরসি।

নির্দেশনায় বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা এবং জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যেন মোবাইল সুবিধা না পায় সেটি নিশ্চিত করতেই এই নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে কমিশন রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক হারে সিম ব্যবহারের তথ্য পেয়েছে।

এ অবস্থায় আগামী ০৭ কার্যদিবসের মধ্যে মোবাইল অপারেটগুলোকে রোহিঙ্গা ক্যাম্পে সিম বিক্রি ও ব্যবহার বন্ধের নির্দেশ দেয় সংস্থাটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *