তৃতীয়বারের মতো করোনা আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ তৃতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার (২২ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে ২০২১ সালের ১৬ জুন এবং ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর তিনি করোনা আক্রান্ত হন। ইতিমধ্যে বুস্টার ডোজ সহ করোনা টিকার মোট তিনটি ডোজ নিয়েছেন বাহাউদ্দিন নাছিম।
গত কয়েকমাস সাংগঠনিক কার্যক্রমে সারাদেশ চষে বেড়িয়েছেন আওয়ামী লীগের খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই যুগ্ম সাধারণ সম্পাদক।
সর্বশেষ ১৮ জুন স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করে পদ্মা সেতুর উদ্বোধনে আওয়ামী লীগের জনসভা সফল করতে ২০ জুন মাদারীপুরে বর্ধিত সভা করে ঢাকায় আসলে অসুস্থ হন এবং পরীক্ষা করলে আজ করোনা রিপোর্ট পজিটিভ আসে।


বিজ্ঞাপন
👁️ 6 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *