পদ্মা সেতুর কারণে নেই কোন ফেরীর ভোগান্তি নেই কোন ঘাটে অপেক্ষা, জেলা থেকে অন্য জেলায় পাড়ি দেওয়া মানুষের মুখে স্বস্তির হাসি

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ পদ্মা সেতু উদ্বোধনের পর শরীয়তপুরের মানুষ প্রথমবার পরিবারের সাথে পবিত্র ঈদুল আযহা উদযাপনের জন্য পদ্মা সেতু পাড়ি দিয়ে খুবই স্বাচ্ছন্দের সাথে ফিরছেন বাড়িতে।

ঈদ উদযাপন উপলক্ষে পদ্মা সেতু পাড়ি দিয়ে আসা হাজারো যাত্রী ও শরীয়তপুরের হাজারো মানুষ খুবই স্বাচ্ছন্দ্যের সাথে ফিরছেন, নেই কোন ফেরীর ভোগান্তি নেই কোন ঘাটে অপেক্ষা, সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সরাসরি বাস যোগে এবং বিভিন্ন যানবাহনে ঢাকা এবং বিভিন্ন অঞ্চল থেকে ফিরছেন শরীয়তপুরে।

গতকাল শুক্রবার ৮ জুলাই, শরীয়তপুর বাস স্ট্যান্ডে ঢাকা এবং বিভিন্ন অঞ্চল থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে আসা বিভিন্ন যাত্রীদের বক্তব্যে এ সকল তথ্য পাওয়া যায় এবং তারা বলেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে শরীয়তপুরে আসছেন এবং নেই আগের মতো যানজট, নেই আগের মতো ভোগান্তি, সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে শরীয়তপুরে আসছেন তারা। এছাড়াও সকল যাত্রীগণ বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বিজ্ঞাপন
👁️ 6 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *