ইন্দোনেশিয়ার সাথে একটি সামরিক সহায়তা চুক্তি সম্পাদন করতে যাচ্ছে বাংলাদেশ

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ চলতি বছরে ইন্দোনেশিয়ার সাথে একটি সামরিক সহায়তা চুক্তি সম্পাদন করতে যাচ্ছে বাংলাদেশ।

সরকারি সফরে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ আব্দুল মোমেন সফরকালে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তিনি। দু’পক্ষই ট্রেড, এনার্জি, হেলথ সেক্টর, সিকিউরিটি এবং রিজিওনাল ও গ্লোবাল ইস্যু নিয়ে সমঝোতায় পৌঁছেছেন।

ইন্দোনেশিয়ার পক্ষ হতে তাদের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান PT INDAD বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সমরাস্ত্রের চাহিদা পূরণে আগ্রহের কথা জানিয়েছে। এছাড়া বাংলাদেশের সাথে কাউন্টার টেররিজম কোঅপারেশনেও যুক্ত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত ডিফেন্স এন্ড সিকিউরিটি এগ্রিমেন্ট নিয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একটি MOU চুক্তি স্বাক্ষর করবে, যেটি চলতি বছরের মধ্যেই সম্পন্ন করার পক্ষে তারা।

ছবিঃ- তুর্কী-ইন্দোনেশিয়ার জয়েন্ট প্রজেক্ট কাপলান এমটি মিডিয়াম ট্যাংক।সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর মিডিয়াম ট্যাংক ক্রয়ের তালিকায় অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল এই ট্যাংকটি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরী VT-5 লাইট ট্যাংক নিজেদের বহরে সংযুক্ত করে।


বিজ্ঞাপন
👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *