রাতেই মুক্তি পেতে যাচ্ছেন যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্ম্রাট

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আদালত থেকে কারাগার হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) হাসপাতালে সম্রাটের জামিনের নথি পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেবে। জামিনের নথি সোমবার (২২ আগস্ট) পৌঁছালে রাতেই তাকে মুক্তি দেওয়া হতে পারে।

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মুহাম্মদ আব্দুস সেলিম।

তিনি বলেন, উনি (সম্রাট) হাসপাতালে ভর্তি আছেন। জামিনের নথি আদালত থেকে কেরানীগঞ্জ কারাগারে পৌঁছাবে। নথি যাচাই-বাছাই শেষে কারাগার থেকে তা পাঠানো হবে বিএসএমএমইউ হাসপাতালে। এরপর তাকে মুক্তি দেওয়া হবে।

সোমবার আনুমানিক কয়টা নাগাদ সম্রাটের কারামুক্তির এ নথি কারাগারে পৌঁছাতে পারে, এমন প্রশ্নে আব্দুস সেলিম বলেন, সন্ধ্যার মধ্যে নথি পৌঁছালে তা যাচাই-বাছাই করে রাতেই সম্রাটকে মুক্তি দেওয়া হতে পারে।


বিজ্ঞাপন
👁️ 6 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *