রাজধানীর ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

অপরাধ অর্থনীতি আইন ও আদালত এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : মোড়কজাত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ এবং মূল্য না থাকাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে রাজধানীর ৯ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রাজধানীর বিমানবন্দর ও উত্তরা এলাকা অভিযান চালিয়ে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বিজ্ঞাপন

উত্তরা এলাকায় অভিযানে মোড়কজাত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ এবং মূল্য না থাকায় থ্রি-এস সুপার স্টোরকে ১৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ফায়ার অন আইচকে ২০ হাজার টাকা, রোজেলা রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, গ্রিন ফোর্ক রেস্টুরেন্টকে ১০ হাজার টাকাহ ৯টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আরেফিন। সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১) সদস্যরা।


বিজ্ঞাপন
👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *