সামরিক বিশ্লেষক ঃ শান-কায়াহ সীমান্তবর্তী অঞলে কারেন আর্মির অবস্হান দখল করতে গিয়ে ব্যাপক প্রাণহানির শিকার হয়ে পিছু হটেছে মায়ানমার আর্মি। গতকাল থেকে দু’পক্ষই তীব্র লড়াইয়ে জড়িয়ে যায়। কারেন আর্মির হাতে ৩০ মায়ানমার আর্মি প্রাণ হারানোর পর মায়ানমার আর্মি পিছু হটে। এসময় তারা বেশকিছু অস্ত্র এবং গোলাবারুদও ফেলে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যায়। ছবিতে বিদ্রোহীদের কাছে খোয়ানো মায়ানমার আর্মির অস্ত্রশস্ত্র।

👁️ 21 News Views
