নৌবাহিনী প্রধানের সাথে বাংলাদেশে সফররত কোরিয়ার নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

Uncategorized আন্তর্জাতিক জাতীয় ঢাকা বিবিধ রাজধানী

 

কুটনৈতিক প্রতিবেদক :  রবিবার ২৮ মে, বাংলাদেশে সফররত কোরিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল লী জং-হো রবিবার ২৮ মে বনানীস্থ নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।


বিজ্ঞাপন

নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান তাঁকে স্বাগত জানান। এসময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

এর আগে সকালে কোরিয়ার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।


বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ সফরের জন্য কোরিয়ার নৌপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তারা দু’দেশের নৌসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।


বিজ্ঞাপন

এছাড়া সফরকালে তিনি সেনা ও বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। উল্লেখ্য, সফর শেষে কোরিয়ার নৌবাহিনী প্রধান রবিবার ২৮ মে, ঢাকা ত্যাগ করেন। (তথ্য সূত্র ও ছবি : আইএসপিআর)

👁️ 10 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *