শিশু ও কিশোর-কিশোরীদের সাঁতারে দক্ষ করে তুলতে ইউনিসেফের পরামর্শ 

Uncategorized জাতীয় জীবন-যাপন বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব  প্রতিবেদক  : শিশু ও কিশোর-কিশোরীদের সাঁতারে দক্ষ করে তুলতে  সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে কাজ করছে ইউনিসেফ। শিশু ও কিশোর-কিশোরীদের সাঁতারে দক্ষ করে তুলতে পরামর্শ ইউনিসেফের। ইউনিসেফ এবিষয়ে একটি উদাহরণ ও দিয়েছে, ১৭ মাস বয়সী শিশু ফারিন তার মা শারমিনের সাথে দাদা-দাদির বাড়ির একটি পুকুরের কাছে খেলছিল।


বিজ্ঞাপন

শারমিন ক্ষণিকের জন্য অন্যমনস্ক হলেই ফারিন হঠাৎ পানিতে পড়ে যায় এবং ডুবতে শুরু করে। দেখামাত্র শারমিন আতঙ্কিত হয়ে সাথে সাথে পুকুরে ঝাঁপ দেয় এবং সাঁতার জানার কারণে মেয়ের জীবন বাঁচাতে সক্ষম হয়।

ফারিনের মত প্রতি বছর হাজার হাজার শিশু পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকিতে থাকে। অথচ শিশুকে সাঁতার শেখানো, জলাশয় ঘিরে বেড়া দেওয়া এবং সবসময় দায়িত্বশীল কারো নজরে রাখার মাধ্যমে সহজেই এ ঝুঁকি এড়ানো সম্ভব। এ নিয়ে সচেতনতা বাড়াতে এবং শিশু ও কিশোর-কিশোরীদের সাঁতারে দক্ষ করে তুলতে ইউনিসেফ সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে কাজ করছে।


বিজ্ঞাপন
👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *