আমার মা ছিলেন সত্যিকারের বার্বি : দিতি তনয়া লামিয়া

Uncategorized আন্তর্জাতিক জাতীয় জীবনী ঢাকা বিনোদন রাজধানী

ফাইল ছবি।


বিজ্ঞাপন

বিনোদন প্রতিবেদক : চলতি সপ্তাহে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে হলিউডের সিনেমা ‘বার্বি।’ এর এতে তরুণ প্রজন্ম মেতে উঠেছে ‘বার্বি’ নিয়ে। মেতেছে তারকারাও। সামাজিক মাধ্যমে যেন চলছে ‘বার্বি’ ট্রেন্ড।

এই সিনেমায় ব্রিটিশ বাংলাদেশি অভিনেতা রমজান মিয়া অভিনয় করেছেন। যিনি সিনেমার প্রিমিয়ারে ঢাকাতেও এসেছিলেন। এদিকে, অভিনেত্রী দিতির মেয়ে লামিয়া তার মায়ের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।


বিজ্ঞাপন

যেখানে মায়ের সঙ্গে লামিয়াকে গোলাপি জামায় দেখা যাচ্ছে। লামিয়া লিখেছেন, ‘আমার মা ছিলেন সত্যিকারের বার্বি।’অবশ্য সিনেমাটি লামিয়া দেখেননি। শিগগিরই দেখবেন জনালেন।


বিজ্ঞাপন

নিজের মাকে সত্যিকারের ‘বার্বি’উল্লেখ করার কারণ হিসেবে বললেন, ‘যেসব স্টাইল এখন চলছে, আমি দেখলাম মা এমন সাজ আগেই করেছেন।

এমন কিছু ছবি আছে। মনে হলো ছবিগুলো পোস্ট করি। কেননা সবাই তো এখন পোস্ট করছে।’ বললেন,‘আমার মা তো সময়ের চেয়ে এগিয়ে ছিলেন।

সেই ছবিগুলোই বলে মা অনেক প্রোগ্রেসিভ ছিল। আমার কাছে মায়ের অনেক ছবি। সেই ছবিতে মায়ের ফ্যাশন একদমই অন্য রকম ছিল।’

👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *