গোপালগঞ্জের কাশিয়ানিতে একাধিক মামলার আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো : সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার তারাইল বাজারে অস্ত্র, মাদক, চাঁদাবাজী, সন্ত্রাসী’সহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোকলেস মোল্যা কে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে জনগণ। মোকলেস মোল্যা কাশিয়ানি উপজেলার তারাইল গ্রামের কালামিয়া মোল্যার ছেলে।


বিজ্ঞাপন

গত মঙ্গলবার বিকালে কাশিয়ানি উপজেলার তারাইল বাজারে মাদক সংক্রান্ত বিষয়ে জনগণের রোসে পরে গণধোলাইয়ের শিকার হয় মোকলেস মোল্যা।
এলাকাবাসী জানায়, কাশিয়ানি উপজেলার তারাইল বাজারে এসে মোকলেস মাদক কারবারীদের সাথে কথা বার্তার সময় উত্তেজিত জনগণ মোকলেসকে ধরে গণধোলাই দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দেয়। চেয়ারম্যান তখন কাশিয়ানি থানায় ফোন করে তাকে পুলিশের কাছে দিয়ে দেয়।

ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ইসতিয়াক পটু বলেন, তারাইল বাজারে মোকলেস মোল্যা মাদক সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা করার সময় উত্তেজিত তাকে জণগণ গণধোলাই দিয়ে আমার কাছে নিয়ে আসে। পরে আমি পুলিশে ফোন করে তাকে পুলিশে সোর্পদ করা হয়। মোকলেসের নামে দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, সন্ত্রাসী’সহ বিভিন্ন মামলা রয়েছে এবং সে ওয়ারেন্টভুক্ত আসামী।


বিজ্ঞাপন

কাশিয়ানি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো:জিল্লুর রহমান বলেন, মোকলেস মোল্যা মাদক মামলার ওয়ান্টেভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। মঙ্গলবার বিকালে তারাইল বাজারে জনগণ তাকে গণধোলাই দিয়ে চেয়ারম্যানের মাধ্যমে আমাদের খবর দেয়। আমরা তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দিয়ে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন
👁️ 34 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *