ভারতে পাচারকালে দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে ২.৪৭১ কেজি সাপের বিষ জব্দ করেছে বিজিবি

Uncategorized অপরাধ প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক (দিনাজপুর) : বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২.৪৭১ কেজি সাপের বিষ জব্দ করেছে বিজিবি।


বিজ্ঞাপন

গত ১০ মে  রাতে বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ, পিএসসি, এলএসসি, অর্ডন্যান্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী উচা গোবিন্দপুর এলাকা দিয়ে বাংলাদেশ থেকে সাপের বিষ ভারতে পাচার হবে।

এ প্রেক্ষিতে, আনুমানিক রাত ৩ টা ৪০ মিনিটের সময়  অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুরিয়া বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ আসাদুজ্জামানসহ বিজিবির একটি বিশেষ টহলদল উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে দুটি কাঁচের জারে রক্ষিত সাদা রঙের সাপের বিষ ০১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রঙের সাপের বিষ ০১ কেজি ২৬৮ গ্রাম সর্বমোট ০২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। জব্দকৃত সাপের বিষের আনুমানিক মূল্য প্রায়- ০২ কোটি ৯৬ লক্ষ ৫২ হাজার টাকা।


বিজ্ঞাপন
👁️ 2 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *