বিজিবির সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৬৩ লখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) :  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ২১ এবং ২২ অক্টোবর ২০২৪ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৭০২ পিস ভারতীয় শাড়ী, ১,০৭৪ পিস সানগ্লাস, ৬২৯ মিটার মকমল থান কাপড়, ৩৮৭ বোতল অলিভ অয়েল, ২৪১১ পিস সাবান, ০১ টাটা ট্রাক, ১৬ বোতল মদ, ০৪ বিয়ার, ১১৮৫ কেজি বাংলাদেশী রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২১টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-১,৬২,৯২,৫৭০ (এক কোটি বাষট্টি লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত সত্তর) টাকা।


বিজ্ঞাপন

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *