রাজবাড়ীতে প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধির উপর হামলা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ জাহিদুর রহিম মোল্লা,  (রাজবাড়ী)  : দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহানের উপর হামলা চালিয়েছে দুবৃত্তরা।


বিজ্ঞাপন

গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে বিনোদপুর বাসার সামনে রিকসা থেকে নামার পর মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ২জন দুবৃত্ত এসে পিছন থেকে মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে।

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহান বলেন, পেশাগত দায়িদ্ব পালন শেষে বাসায় ফেরার পথে ২নং রেল গেইট পার হয়ে বাসার সামনে রিকসা থেকে নেমে দাড়াই। হঠাৎ করেই মোটরসাইকেল যোগে ২জন দুবৃত্ত এসে পিছন থেকে আঘাত করে পালিয়ে যায়।


বিজ্ঞাপন

তাৎক্ষনিক লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে। এখন বাসায় বিশ্রামে আছি। সুস্থ হয়ে আইনগত পদক্ষেপ নিবো।


বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাজবাড়ীর আলোচিত কয়েকটি বিষয় নিয়ে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশ করেছি। এ কারণে হামলা হতে পারে বলে ধারণা করছি। তবে আরও খোঁজখবর নিয়ে মামলা দায়ের করবো।

এদিকে, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহানে উপর আতর্কিত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

👁️ 8 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *