রাজধানীতে কিশোরীকে ধর্ষণের দায়ে বাসার কেয়ারটেকারের আমৃত্যু কারাদন্ড

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

বিশেষ প্রতিবেদক  :  চার বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে ভাড়াটিয়ার ১৩ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে কেয়ারটেকার সাঈদ মোল­াকে (৫৫) আমৃত্যু কারাদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।


বিজ্ঞাপন

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। দন্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে। একইসঙ্গে আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে ভিকটিমকে অর্থদন্ডের টাকা আদায় করে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) এ তথ্য জানান। তিনি বলেন, রায় শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আবু সাঈদ খুলনার দিঘলীয়া থানার চন্দনীমহল গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে।


বিজ্ঞাপন

মামলার বিরবরণ থেকে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ পারে পরিবার নিয়ে ভাড়া থাকতো ওই কিশোরী। সাঈদ মোল্লা ওই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতো। তিনি প্রায় ভিকটিমকে কুপ্রস্তাব দিতেন। ২০২১ সালের ২ আগস্ট দুপুর ২টার দিকে সে তার ভাইকে খুঁজতে বাসা থেকে নিচে নামে। আসামি কৌশলে তাকে ছাদে নিয়ে ধর্ষণ করে। ২৩ সেপ্টেম্বর ভয়-ভীতি দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করে। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়। পরদিন তার মা থানায় মামলা করেন।


বিজ্ঞাপন

পরের বছর ৩১ আগস্ট মামলাটি তদন্ত করে সাঈদ মোল্লাকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজী নাজমুস সাকিব। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

👁️ 41 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *