
সেলিম চৌধুরী পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম বলেছেন,বিএনপির চেয়ারপারসন বিএনপিকে ক্ষমতায় আনতে হলে যুবদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।

যুবদলের মুখ্য ভূমিকার কারণেই বিগত ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন।
আগামী দিনে আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।একটি দল ইসলামের লেবাস দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সে দল সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে এবং আগামী নির্বাচনে ধানের শীষে বিজয় নিশ্চিত করতে হবে।

এনামুল হক এনাম (২০ অক্টোবর) বিকালে দলীয় কার্য়লয়ে আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্টাবার্ষিকী সমাবেশ সফল করার লক্ষ্যে পটিয়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে পৌর সদস্য সচিব হাবিবুর রহমান রিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর।

প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা যুবদল সিনিয়র সহ সভাপতি শাজাহান চৌধুরী,সিনিয়র সহ যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিযারু, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পটিয়া উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক যথাক্রমেঃ-ইকবাল সিকদার সুমন, এস,এম নয়ন, সাইফুর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রহমান,আবদুল করিম মেম্বার,কাজী আরিফ,আরিফুর রহমান তারেক, শহীদুল আনোয়ার লিটন, ইমরানুল হক বাহাদুর,মোঃ সোলাইমান, গাজী দুলাল, হেলাল উদদীন এরশাদ,জিয়াউর রহমান, জালাল উদ্দীন ছোটন,হাজী টিংকু হারুনুর রশিদ দুলাল,রবিউল হোসেন সৌরভ, সদস্য শিবলু, আব্দুল মজিদ, তাসফীক, মোহাম্মদ নুরু, মোহাম্মদ ছবুর, মোহাম্মদ নবী,লোকমান, সুজন,মোজাম্মেল, দিদার প্রমুখ।
