
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন তিনি। গত দুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এক পোস্টে তিনি উল্লেখ করেন

ফরিদপুর সদরের সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের। যিনি আমাকে দ্রুততার সাথে পরিপূর্ণভাবে সুস্থ করে আমার প্রিয় জন্মভূমিতে ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ।
শুকরিয়া জানাচ্ছি ফরিদপুর-৩ (সদর) আসনের সম্মানিত নাগরিকবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের প্রতি। যারা গতকাল সদরের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এসেছেন।
ফরিদপুরের মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, ভালোবাসা এবং সম্মান আমাকে আপ্লুত করেছে।

পাশাপাশি আমি দুঃখ প্রকাশ করছি এজন্য যে, গতকাল বিশাল মোটর শোভাযাত্রা হওয়ার কারণে শহরের মূল সড়কগুলোতে অল্প পরিমাণ হলেও যানজট সৃষ্টি হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত পরিবেশে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি ফরিদপুরের পুলিশ প্রশাসনের এবং জামায়াতের স্বেচ্ছাসেবকদের প্রতি, যারা গত কালকের মোটর শোভাযাত্রার সময় আন্তরিকভাবে অক্লান্ত পরিশ্রম করে শহরের সড়ক ব্যবস্থাপনা এবং মোটর প্যারেডের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছেন। আবারো ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি।
যে পরিবর্তনের যাত্রা আপনারা শুরু করেছেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে তা পূর্ণতা লাভ করবে।
ইনশাআল্লাহ।
