
সুমন হোসেন, (যশোর) : যশোরের অভয়নগরে নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার কে ফুল দিয়ে বরণ করে নিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। ৩-নভেম্বর সোমবার সকালে নতুন কর্মস্থলে যোগদান করেন মুহা: ওলিউর রহমান। তিনি এর আগে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

২৯-অক্টোবর বুধবার অভয়নগর উপজেলায় থাকা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কাশেম চাকুরী থেকে আবসর গ্রহন করায় ওই পদটি খালি হয়ে যায়। ওই খালি স্থানে মুহা: ওলিউর রহমান কে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার থেকে পদোন্নতি দিয়ে প্রাথমিক শিক্ষা অফিসার পদে নিয়োগের পত্র দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন।
তিনি ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন।

এরপর ২০০৫ সালে তিনি সর্বপ্রথম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে নিয়োগ পেয়ে কর্ম জীবন শুরু করেন।

নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার কে ফুল দিয়ে অভিনন্দন জানানোর সময়ে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার আল হেলাল ইসলামী একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ ফাতেমা খাতুন, সিরাজকাঠি দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা, ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদী খাতুন, হিদিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, আহম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জসীম উদ্দিন, ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন, কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা পারভীন, রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া, নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওহিদুল ইসলাম, পূর্ব বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: মাকছুরা পারভীন, রাজ টেক্সটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ মামুন, পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুছ সাকিব ও আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহীন্দ্রনাথ রায় সহ প্রমূখ।
