
জামালপুর প্রতিনিধি : : মাদারগঞ্জ উপজেলায় ২৩টি সমবায় সমিতি গ্রাহকদের টাকা উত্তোলনকে কেন্দ্র করে টাকা উদ্ধার কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু, (সাবেক চেয়ারম্যান) রতন মাস্টার, আব্দুর রহিম সোনা ও আসমা আক্তারের নেতৃত্বে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করে সরকারি অফিসসূমহের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। ফলে সেবা গ্রহীতারা সরকারি সকল সেবা সূমহ থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি সকল দপ্তরের কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ জনগনের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত উপজেলা প্রশাসন হতে অফিস চালু করার ব্যাপারে কোন উদ্দ্যেগ গ্রহণ করা হয়নি। জনমনে প্রশ্ন উঠেছে এভাবে কয়দিন উপজেলা পরিষদের কার্যক্রম বন্ধ রাখলে টাকা উদ্ধার হবে? এদিকে টাকা উদ্ধার সহায়ক কমিটির আহবায়কের অনুমতিক্রমে নির্বাচন অফিসের কাজ চলমান রয়েছে ।
👁️ 371 News Views
