তারুণ্যের নতুন বাংলাদেশ গঠনে “এশো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  তারুণ্যের নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে “এশো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় গোপালগঞ্জ সরকারি কলেজে জেলা তথ্য অফিস, গোপালগঞ্জের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ ইকবাল হোসেন। সভায় “ আলোচ্য বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ আলী খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক এইচ.এম. শাহাদাত হোসেন এবং জেলা কালচারাল অফিসার ফারহান কবির সিফাত।


বিজ্ঞাপন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, তারুণ্যের শক্তি ও সৃষ্টিশীলতাই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। বিশ্ব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের তরুণদের প্রযুক্তি, নৈতিকতা, দক্ষতা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান তারা। “এশো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানের মধ্য দিয়ে যুবসমাজকে অংশীদারিত্বমূলক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ—গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আলোচনা সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

👁️ 55 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *