ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে বাংলালিংক ও এস.এ. গ্রুপের অংশীদারিত্ব

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে এক করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলালিংকের চলমান প্রয়াসের অংশ নতুন এ অংশীদারিত্ব।


বিজ্ঞাপন

এ চুক্তির আওতায় করপোরেট কানেক্টিভিটি, ফিল্ড ফোর্স লোকেটর সার্ভিস, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেমসহ একাধিক ব্যবসায়িক সমাধান দেবে বাংলালিংক। এসব সেবা এস.এ গ্রুপকে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকরী উপায়ে পরিচালনা, নতুন ও অধিক সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছানো এবং প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। উদ্ভাবনী ডিজিটাল সমাধানের মাধ্যমে গ্রাহকদের বহুমাত্রিক চাহিদা পূরণে বাংলালিংকের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন এই অংশীদারিত্ব।

সম্প্রতি, চট্টগ্রামে এস.এ. গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলালিংকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ বিজনেসের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজীন। এস.এ. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলালিংকের পক্ষ থেকে ছিলেন অপারেটরটির এন্টারপ্রাইজ বিজনেসের হেড অব কি সেগমেন্ট সাদ মোহাম্মদ ফাইজুল করিম, চট্টগ্রামের হেড অব এন্টারপ্রাইজ বিজনেস রাজীব বিশ্বাস এবং করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার শাহরিয়ার ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তাগণ। এস.এ. গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম, এজিএম (সেলস কো-অর্ডিনেশন, এমআইএস অ্যান্ড সার্ভে) মো. আমির হোসেন এবং ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোরশেদ মঈনুদ্দিন।


বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রুবাইয়াত আলম তানজীন বলেন, “উদ্ভাবনী ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক সেন্দ্রা ডিজিটাল সমাধান প্রদানের মাধ্যমে এন্টারপ্রাইজ গ্রাহকদের ক্ষমতায়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এসব সমাধান প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রমে উৎকর্ষ অর্জনে ভূমিকা রাখে, উন্নত সংযোগ নিশ্চিত করে এবং প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে সহায়তা করে। এস.এ. গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর আমাদের বিভিন্ন শিল্পখাতের উপযোগী উদ্ভাবনী ও কার্যকর সেবা প্রদানের সক্ষমতারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব দু’টি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো

এস.এ. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম বলেন, “বাংলালিংকের সাথে এ চুক্তি স্বাক্ষর ডিজিটাল খাত ও শীর্ষ এফএমসিজি খাতের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের জন্য ঝামেলাহীন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে পারব। বাংলালিংকের উন্নত কানেক্টিভিটি ও কাস্টমাইজড এন্টারপ্রাইজ সমাধান কাজে লাগিয়ে আমরা আমাদের সেবা প্রদানের দক্ষতা এবং গ্রাহকদের প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে চাই।”

রালাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক দেশের মানুষের ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে। ‘ডিজিটাল ফর। লক্ষ্য নিয়ে গ্রাহকদের জন্য মস্তৃত পরিসরে ডিজিটাল সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের ফোর পোর্টফোলিওতে রয়েছে। টেনাকা-আগনেস্টিক সুপার অ্যাপ মাইবিএল, বিনোদন প্ল্যাটফর্ম তুড়ি ও দেশেও পুরষ এখই, টগর বিস্তার পাদের গ্রই। বাবাবের অধিকার বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেডের সাথমিডিয়ারি প্রবিধান বালসিকে উচ্চসন ত্বরাচিত করার পাশাপশি বালাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমৃত আগামী নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৭.৫ গ্রুপ ৬৮ ডিস্ট্রিক বংলাদেশের একটি নতুন শিল্পগোষ্ঠী, যা ১৯৯৬ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠানটি বিভিন্ন খাত নিয়ে কাজ করে, যার মধ্যে রয়েছে গাঁধা করজ উৎপাদন তেন পরিশোধন এবং ট্যাক টার্মিনালের মতো কিন্তু পড়িয়েও। এছাড়াও রয়েছে এসএ পরিয়েন এ কুষ্টিয়ার এরা পার্সেল পরিষের।

👁️ 74 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *