
নিজস্ব প্রতিবেদক : সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় তহবিল সংগ্রহের লক্ষ্যে উৎস বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে উৎস সন্ধ্যা ২০২৫। প্রায় ৩২ বছর ধরে প্রান্তিক শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে আসছে কমিউনিটি ভিত্তিক এ সংস্থা। সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে ও তহবিল সংগ্রহে এ বছরও সংস্থাটি শিশুদের শিক্ষা, পরিচর্যা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা সংক্রান্ত কর্মসূচির কার্যক্রমের ধারাবাহিক পরিচালনায় সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।

আগামী ২১ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উৎস সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হবে। জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও কোনালের সঙ্গীত পরিবেশনায় অতিথিরা উপভোগ করবেন এক মনোমুগ্ধকর সন্ধ্যা। শুধু সঙ্গীত উপভোগেই নয়, এ আয়োজনের মাধ্যমে শিশুদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ানোর সুযোগও পাবেন অতিথিরা। অনুষ্ঠান থেকে প্রাপ্ত সকল তহবিল ব্যয় করা হবে উৎস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা শিশুদের কল্যাণে।
উৎস সন্ধ্যা ২০২৫ এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ থেকে ৪০০০ টাকা। টিকিফাই প্ল্যাটফর্মটির মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে: ০১৭১১৬২২৩৭৮ অথবা ০১৭৫৫৬১৮৯৩০ নম্বরে, অথবা ভিজিট করুন উৎস বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে।

১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে উৎস বাংলাদেশ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে। সংস্থাটি এমন একটি সমাজের স্বপ্ন দেখে, যেখানে জাত, ধর্ম, শ্রেণি বা লিঙ্গ পরিচয় নির্বিশেষে প্রতিটি শিশু একটি নিরাপত্তা ও যত্নের সাথে বেড়ে উঠবে এবং নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবে। উৎস বর্তমানে ৫৬৯ জন শিশুর পরিচর্যা করছে, যার মধ্যে ৮৫ জন শিশু সংস্থাটির বৃহত্তম ক্যাম্পাস গাজীপুরে আবাসিক সুবিধা ও শিক্ষা গ্রহণের সুবিধা পাচ্ছে। পাশাপাশি, শিশুদের টেকসই উন্নয়নের লক্ষো সংস্থাটি উৎস কাটারিং সার্ভিস, উৎস গ্রোসারি এবং টেইলারিং ও ব্লক প্রিন্টিং এর মতোন নানা উদ্যোগ চালু করেছে।

এসব উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে অবদান রাখার একটি সুযোগও তৈরি করেছে উৎস বাংলাদেশ। আগ্রহী বাক্তিরা চাইলে কোন শিশুর স্পনসর হতে পারেন বা বিভিন্ন কর্মসূচিতে অনুদান দিয়ে সহায়তা করতে পারেন। উৎস বাংলাদেশের কার্যক্রম সম্পর্ক আরও জানতে এব। কীভাবে তাদের উদ্যোগে অবদান রাখতে পারেন না আনতে ভিজিট করুন: www.utshobangladesh.org
