
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকায় মধুমিতা রেললাইনসংলগ্ন বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয় চাঞ্চল্য। গত সোমবার, ১৭ নভেম্বর, সকাল ১১টা ৫০ মিনিটে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলাকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবহিত করে। এ ঘটনায় থানায় জিডি নং-১১৭৯, তারিখ ১৭/১১/২০২৫ খ্রিঃ নথিভুক্ত হয়।
পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ফিরোজ উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ কাজল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ নুরনবী আকন্দ এবং ড্রাইভার কনস্টেবল মোঃ আবু রায়হান সমন্বয়ে একটি চৌকস ক্রাইমসিন টিম দ্রুত মাঠে নামে। দলটি ঘটনাস্থল পরিদর্শন শেষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে অত্যন্ত নিখুঁতভাবে মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে।

পরে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সংগৃহীত ফিঙ্গারপ্রিন্ট জাতীয় পরিচয়পত্র ডাটাবেসে মিলিয়ে দেখা হলে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সফলতা আসে। শনাক্ত হওয়া ব্যক্তির নাম মোঃ নুরুল ইসলাম (৮৮)। পিতা: বছির উদ্দিন, মাতা: মোসাঃ মাইয়াতুন নেছা। তার স্থায়ী ঠিকানা—গোবিন্দরায় দেবত্তর ডাকঘর, মহিপুর বাজার, ওয়ার্ড নং-০৭, সাদুল্লাপুর উপজেলা, গাইবান্ধা জেলা (রংপুর বিভাগ)।

পুলিশ জানায়, পরিচয় নিশ্চিত হওয়ায় এখন মৃতদেহটি প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া টঙ্গী পূর্ব থানা পুলিশের তত্ত্বাবধানে চলছে।
দ্রুত তদন্ত, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং আন্তঃসংস্থাগত সমন্বয়ের এই উদ্যোগ পিবিআইয়ের দক্ষতা ও আধুনিক সক্ষমতার আরেকটি প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
