যশোরে নিজের ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা পুলিশের খাঁচায়

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

যশোর প্রতিনিধি  :  যশোরে আপন মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে বাবাকে ধরে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে মেয়ের মা ও দুই ভাই মিলে বাবাকে পুলিশের হাতে তুলে দেন।


বিজ্ঞাপন

এর আগে স্থানীয়রা বাবাকে মারধর করে চুল কেটে দেয়। বর্তমানে বাবা কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন। অন্যদিকে, মেয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মায়ের অভিযোগ, তার স্বামীর বাড়ি মনিরামপুর উপজেলায়। তারা যশোরের চাঁচড়া বাজার এলাকায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে রাতে বাবা মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি শুক্রবার মেয়েটি তার ফুফুকে জানায়। পরে ফুফুসহ অন্যান্য আত্মীয়রা বাড়িতে আসেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাবা নিজেই ধর্ষণের ঘটনাটি স্বীকার করেন।


বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, খবর ছড়িয়ে পড়লে তারা ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করে চুল কেটে দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বাবাকে হেফাজতে নেয়।


বিজ্ঞাপন

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইনস্পেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, বাবাকে থানা হেফাজতে রাখা হয়েছে। মেয়েকে হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।

👁️ 94 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *