
এস এম সালমান হৃদয়, (বগুড়া) : বগুড়া শহর মহিলা দলের অধীনস্থ ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের কমিটি বিলুপ্তি নিয়ে সংগঠনের ভেতরে বিরোধের সৃষ্টি হয়েছে। শহর মহিলা দলের সভাপতি মোছাঃ শাহিনুর বেগম শানু যে বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছেন, তা ব্যক্তিগত সিদ্ধান্ত এবং কোনো সাংগঠনিক অনুমোদন ছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট শাহাজাদী আঞ্জুমান বানু এবং সাধারণ সম্পাদক নাজমা আক্তারের নির্দেশে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে সম্মেলনের মাধ্যমে ১৫ নং ওয়ার্ড মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সোহেলী মাহমুদ, সাধারণ সম্পাদক আলেয়া জাহান মৌ এবং সাংগঠনিক সম্পাদক শেফালী বেগম।
এদিকে ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এবং সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন নয়নের সঙ্গে সমন্বয় করে কমিটির নেত্রীবৃন্দ প্রতিদিন ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছেন।

সাংগঠনিক সূত্র জানায়, কোনো আলোচনা, পরামর্শ, অনুমোদন বা গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ ছাড়াই কমিটি বিলুপ্ত করার ঘোষণা সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য নয়। ফলে পূর্বে ঘোষিত ১৫ নং ওয়ার্ড মহিলা দলের আংশিক কমিটি বহাল থাকবে বলে নিশ্চিত করেছে বগুড়া শহর মহিলা দল।

