যশোরের অভয়নগরে ইঞ্জিনিয়ার টি এস আয়ুব’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

সুমন হোসেন, (যশোর) :  যশোরের অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির উদ্যেগে ৮৮/ যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আয়ুব’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া হাইস্কুল মাঠে পৌর বিএনপির সহ-সভাপতি শাহ্ মো: জোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮/যশোর-৪ (অভয়নগর- বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব।

থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান খোকন ও নওয়াপাড়া পৌর বিএনপির সহ সভাপতি জাকির হোসেন সরদার এর যৌথ সঞ্চালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহামুদ হাসান লিপু, থানা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সহ সভাপতি সরোয়ার হোসেন মিলন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু থানা যুবদলের আহবায়ক বাকীউজ্জামান রানা, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, থানা ছাত্র দলের আহবায়ক নাঈমুদ্দিন বিজয় সহ প্রমুখ।


বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার টি এস আয়ুব বলেন, ১৯৯৭ সাল থেকে বিএনপির একজন কর্মী হিসাবে নিয়মিত কাজ করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেওয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেল খেটেছি। নিজের বাড়ি-ঘর ফেলে রেখে কর্মীদের সাথে পালিয়ে বেড়াতে হয়েছে। বিগত ১৫টি বছর ধরে কোনো ব্যবসা-বাণিজ্য করতে পারিনি। যার কারণে ঋণ খেলাপী হওয়াটাই স্বাভাবিক। এখন আমি আর ঋণ খেলাপী নই।


বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী ব্যাংকের টাকা পরিশোধ করে দিয়েছি। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টি আধুনিক মানের হাসপাতাল তৈরি করা হবে। নওয়াপাড়া ভৈরব নদের পাড়ে গড়ে ওঠা নদী বন্দরকে উন্নত করা হবে।

নওয়াপাড়া ও বাঘারপাড়া এলাকার মানুষের জীবন-মান উন্নয়নের জন্য কারিগরী সব ধরনের সহযোগিতা করা হবে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা “ভবদহ জলাবদ্ধতা” এর থেকে পরিত্রানের জন্য স্থায়ী সমাধান করা হবে।

সকল নেতা-কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন। নির্বাচনী জনসমাবেশ শেষে একটি বন্যাঢ্য মিছিল নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলি প্রদক্ষিন করে রেল স্টেশন এলাকায় এসে শেষ হয়।

👁️ 95 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *