আখাউড়ায় পৌরসভা কার্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে সবজি বিক্রেতা নারীর লাশ উদ্ধার

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন

ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত মর্জিনা বেগম পৌর এলাকার দেবগ্রাম গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি পৌর এলাকার সড়ক বাজারে ওই ভবনের পাশেই সবজি বিক্রি করতেন।

পুলিশ জানায়, পরিত্যক্ত কক্ষের মেঝেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ছুটে গিয়ে ওই নারীর গলায় পড়নের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া যায়।


বিজ্ঞাপন

প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হলেও, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কিভাবে কি ঘটেছে সে বিষয়টি জানার চেষ্টা চলছে।’


বিজ্ঞাপন
👁️ 62 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *