
শরণখোলা বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ ও কোস্ট গার্ড শরণখোলা স্টেশন সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে রায়েন্দা বাজার সংলগ্ন উত্তর কদম তলায় এলাকার বাসিন্দা বাদশা তালুকদারের পুত্র সোহেল তালুকদার ওরফে বালি সোহেল (৩৮) ও ফজলু তালুকদারের পুত্র আসাদ তালুকদারের বাড়িতে ২৬ নভেম্বর রাত একটা ৫০ মিনিটে অভিযান চালায় ।

এ সময় যৌথ বাহিনী ওই দুইজনার ঘর থেকে ০৩ রাউন্ড তাজা কার্তুজ, ০৩ টি দেশীয় অস্ত্র, ৪৩ হাজার জাল টাকা সহ ৪ টি বাটন মোবাইল ফোন জব্দ করে। এ সময় কোস্ট গার্ড ও পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।
জব্দকৃত গোলাবারুদ, দেশীয় অস্ত্র, জাল টাকা এবং মোবাইল ফোন থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড ।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, রাতে উদ্ধারকৃত কার্টুজ ও জাল টাকার সহ দেশীয় অস্ত্রের মালামাল বুঝে পেয়েছেন। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোস্টগার্ডের মংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মামুন বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশকে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
