
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। নীলাভ সাগরের এই দ্বীপে এবারের স্বপ্নময় ভ্রমণকে আরও সহজ, নিরাপদ ও ঝামেলাহীন করবে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘বিডিটিকেটস’। বাস থেকে শুরু করে শিপ টিকেট, রিটার্ন টিকেট এবং ট্রাভেল পাস-সবই এক জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন ভ্রমণকারীরা।

এ বছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত একমাত্র অনলাইন শিপ টিকেটিং প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বিডিটিকেটস। অনলাইন প্ল্যাটফর্মটির মাধ্যমে শিপ টিকেট কাটলেই যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন ট্রাভেল পাস সুবিধা। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করতে থাকছে রাউন্ড ট্রিপ টিকেট কেনার সুযোগ। ঘরে বসেই কাটা যাচ্ছে সেরা রেটের টিকেট।
বিডিটিকেটস ব্যবহারকারীরা সপ্তাহের সাত দিন যে কোনো সময় অনলাইনে টিকেট কাটতে পারবেন। যে কোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করে কাস্টমার কেয়ার সাপোর্ট নিতে পারবেন তারা। এ সম্পর্কিত আপডেট, সুবিধা, অফার সম্পর্কে জানা যাবে বিডিটিকিটসের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ফেইসবুক পেইজ থেকে।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হয়েছিল। বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটিতে গত ১ নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত তিন মাস ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত যাপনেরও সুযোগ থাকবে।

এবার সেন্টমার্টিন যাওয়ার পথে প্রতিটি শিপের যাত্রীসংখ্যা নির্দিষ্ট সীমায় নিয়ন্ত্রিত থাকছে। ভ্রমণ স্থলে গিয়ে টিকেট কাটার কোনো সুযোগ নেই। তাই টিকেট অবশ্যই আগাম সংগ্রহ করতে হবে। এতে যাত্রীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের সাথে মিল আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যাত্রার সময় সঙ্গে রাখতে হবে টিকেটের হার্ড কপি।
রবি সম্পর্কে : রবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি।
দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।
