
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর, সাড়ে ১১ টায় ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন ১ নং কাঁচাবাজার ও এর আশে পাশে এলাকায় পরিবেশ অধিদপ্তর এবং র্যাব-৪ এর যৌথ আভিযানিক দল বিজ্ঞ এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট জনাব শাহ মোঃ জুবায়ের, র্যাব সদর দপ্তর, ঢাকা এর নেতৃতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালীন সময়ে নিষিদ্ধ ৮৮০ কেজি পলিথিন জব্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০,০০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
উক্ত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় মনিটরিং এন্ড এন ফোর্সমেন্ট উইং এ হস্থান্তর করা হয়েছে।

ভবিষ্যতে এধরণের অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

