
অভয়নগর (যশোর) প্রতিনিধি : শিল্প শহর ও বন্দর নগরী অভয়নগরের নওয়াপাড়ায় বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ চত্তরে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮/যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আয়ুব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু, নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ্ মোঃ জোবায়ের হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহামুদ হাসান লিপু, বাঘারপাড়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও রায়পুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম, অভয়নগর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, উপজেলা যুব দলের আহবায়ক মোঃ বাকিউজ্জামান রানা, ছাত্রদল নেতা নাইম উদ্দিন বিজয় সহ প্রমূখ।

দোয়ার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মহিব্বুল্লাহ।
