
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মতিয়ার রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল, শরলখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ , বিএনপি নেতা শহিদুল ইসলাম লিটন, মহিউদ্দিন শাহজাহান, আব্দুল মজিদ ওরফে জিয়া মজিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করে। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন রায়েন্দা কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মনিরুজ্জামান।

