আখাউড়ায় মুক্ত দিবস পালিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মো: হাবিবুর রহমান  (ব্রাহ্মণবাড়িয়া) :  গতকাল শনিবার ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে শনিবার পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়। সকাল ১০ টায়  উপজেলা চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের সড়ক বাজার পোস্ট অফিসের সামনে শেষ হয়।


বিজ্ঞাপন

র‌্যালিতে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে এতে অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: কফিল উদ্দিন মাহমুদ,  উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা:মো:খোরশেদ আলম,জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লায়ন আবুল মুনসুর মিশন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জামশেদ শাহ, মুক্তিযোদ্ধা মো: বাহার মিয়া মালদার, মো: নজরুল ইসলাম ধনু মো: তাজুল ইসলাম, বিএনপি নেতা সেলিম ভূইয়া, আক্তার খান,আখাউড়া থানার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জিয়াউল হক খাদেম  প্রমুখ।


বিজ্ঞাপন

পরে পোস্ট অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথিরা অংশ নেন।


বিজ্ঞাপন

১৯৭১ সালে এই দিনে পাকিস্তান  হানাদার বাহিনীর কবল থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আখাউড়া মুক্ত হয়। বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন পৌর শহরের সড়ক বাজার পোস্ট অফিসের সামনে। আখাউড়া মুক্ত হওয়ার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্ত হতে শুরু করে।

👁️ 56 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *