
আরিফুল ইসলাম মহিন, (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন জেসিও-নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেন। ব্যাটালিয়ন সদর থেকে পশ্চিম-উত্তর দিকে অবস্থিত কানুনগো পাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
টহল চলাকালে ভারতীয় কম্ফোর্ট, পন্ডস পাউডার, বিভিন্ন ধরনের আন্ডার গার্মেন্টস ও শর্ট গেঞ্জিসহ নানা প্রকার চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ হাজার ৭০০ টাকা বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত চোরাচালানী মালামাল আইনানুগ প্রক্রিয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নিয়মিতভাবে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
