সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

জামালপুর প্রতিনিধি :  বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনায় জামালপুরের সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), জামালপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের আয়োজনে পরিচালিত এ কার্যক্রমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং চক্ষু চিকিৎসাসহ চোখের অপারেশনের সুবিধা পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তাসনিমুজ্জানান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নূর মাহমুদ, সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে শীতার্ত ও অসহায় ২৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পাশাপাশি কামরাবাদ ইউনিয়নের হতদরিদ্র ভিডিপি দলনেত্রী রিনা বেগমের জন্য আনসার ও ভিডিপির অর্থায়নে নির্মিত বসতঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন

আয়োজকরা জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 64 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *