
হবিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা পানিউমদা ইউপির রোকনপুর গ্রামের আধ্যাত্মিক ধারার প্রখ্যাত সাধক ও গীতিকার হযরত জবান শাহ (রহ.)-এর রচিত একাধিক জনপ্রিয় গান টেলিভিশন, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে অন্যের নামে প্রচারিত হয়ে আসছে—এমন অভিযোগ উঠেছে তাঁর অনুসারী, উত্তরাধিকারী ও সংস্কৃতি সচেতন মহলের পক্ষ থেকে। অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে সংশোধন না হলে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, **“আমার মন মজরে”, “বন্ধু কেন ভিন্ন বাসে মোরে”* *“আমার নামাজের মানুষ”* সহ আরও অনেক গান বিভিন্ন টিভি অনুষ্ঠান, ইউটিউব চ্যানেল ও ফেসবুক প্ল্যাটফর্মে প্রচার করা হলেও সেখানে প্রকৃত গীতিকার হিসেবে হযরত জবান শাহ (রহ.)-এর নাম উল্লেখ করা হচ্ছে না। কোথাও কোথাও এসব গান ভিন্ন ব্যক্তির নামে প্রচার করা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।
গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই গানগুলোর ক্ষেত্রে ৫০–৬০ বছর আগের হাতে লেখা পান্ডুলিপি এবং প্রায় ৩০ বছর আগে মুদ্রিত সংকলন এখনো সংরক্ষিত রয়েছে, যা গানের প্রকৃত স্রষ্টা হিসেবে হযরত জবান শাহ (রহ.)-এর পরিচয় স্পষ্টভাবে প্রমাণ করে। ফলে এগুলোকে ‘লোকগান’ বা ‘সংগৃহীত’ বলে চালিয়ে দেওয়ার কোন সুযোগ নেই।

সংস্কৃতি বিশ্লেষকদের মতে, বাংলাদেশের কপিরাইট আইন, ২০০০ (সংশোধিত) অনুযায়ী কোনো গানের গীতিকারের নাম গোপন করা, বিকৃত করা বা অন্যের নামে প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ। গীতিকারের মৃত্যুর পরও তাঁর উত্তরাধিকারীরা নির্দিষ্ট সময় পর্যন্ত কপিরাইট ও নৈতিক অধিকার ভোগ করেন।

এই প্রেক্ষাপটে হযরত জবান শাহ (রহ.)-এর অনুসারী ও সংশ্লিষ্ট মহল টিভি চ্যানেল, অনলাইন কনটেন্ট নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর প্রতি দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ভুল তথ্য সংশোধন ও প্রকৃত গীতিকারের নাম উল্লেখ না করা হলে কপিরাইট আইনে মামলা, আইনি নোটিশ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংস্কৃতি সচেতন মহলের ভাষ্য, এটি শুধু একজন সাধক-কবির অধিকার রক্ষার প্রশ্ন নয়, বরং দেশের লোকসংগীতের ইতিহাস ও বিশ্বাসযোগ্যতা রক্ষার বিষয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও কপিরাইট আইনের কার্যকর প্রয়োগ দাবি করেছেন। জবান শাহ (রাহ:) এর দরবারে যোগাযোগ করে হলে দরবারের পক্ষ থেকে শাহ এমরান আলী বলেন গত কিছুদিন আগে আমাদের কয়েক জন ভক্তবৃন্ধ আমাকে জানান আমাদের গানগুলো অন্যের নামে প্রচার করা হচ্ছে। তখন আমি লিংক গুলো চেক করে সত্যতা পাই।
আমি সবার উদ্দেশ্যে বলতে চাই- জবান শাহ রাহ এর অসংখ্য গানের মুল পান্ডুলিপি এবং প্রিন্ট কপি আমাদের কাছে সংরক্ষিত আছে। যারা ইচ্ছায় অনিচ্ছায় নিজের নামে অন্যের নামে এই গানগুলো প্রচার করছেন দয়া করে সংশোধন হয়ে যান। আপনারা গানগুলো গান বা প্রচার করেন কোন সমস্যা নাই তবে সঠিক নামেই প্রচার করেন। অন্যথায় আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব।
