মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী পর্যটক উদ্ধার,আটক-১

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা :  মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত এক নারী পর্যটককে উদ্ধার করা হয়েছে।এ সময় সাগর মোল্লা (২৫) নামের অপহরণকারীকে আটক করা হয়।


বিজ্ঞাপন

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।আটক সাগর মোল্লার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
তিনি জানান,গত ২০ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের উদ্দেশে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকায় আসা মোছা.লিমা খাতুন (১৮) নামে এক নারীকে কৌশলে অপহরণ করা হয়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় তাঁর স্বামী সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা (২৫) নামের অপহরণকারী ভুক্তভোগী দম্পতিকে অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয় এবং নিজেকে ভুক্তভোগীর ভাই পরিচয় দিয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেছে।


বিজ্ঞাপন

ঘটনাটি কোস্ট গার্ডের নজরে এলে কোস্ট গার্ড বেইস মোংলা থেকে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়।অভিযান পরিচালনা করে অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত অপহরণকারী সাগর মোল্লাকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড সদস্যরা।


বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উদ্ধারকৃত নারী ও আটক অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।##

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *