সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম

Uncategorized অর্থনীতি গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক (নাটোর) :  জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে গঠিত বাছাই কমিটি (কারিগরি ক্যাটাগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলামকে মনোনীত করে।শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম ২০০০ সালে সিংড়া কারিগরি মহিলা মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। অধ্যক্ষ হিসেবে তিনি সততা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।


বিজ্ঞাপন

তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে ভালো ফলাফল অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিবছর দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফরম পূরণসহ বিনা ফিতে শিক্ষাগ্রহণের সুযোগ প্রদান করে শিক্ষাবান্ধব দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০১০ সালে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী রোষানলের শিকার হয়ে অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন এবং অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ চার বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ে সরকারি আদেশকে অবৈধ প্রমাণ করে ২০১৪ সালে তিনি পুনর্বহাল হন। পরবর্তীতে আওয়ামী দ্বারা তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মিথ্যা মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়।


বিজ্ঞাপন

বর্তমানে তাঁর নেতৃত্বে বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ শৃঙ্খলা, ফলাফল ও সার্বিক ব্যবস্থাপনায় সিংড়া উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


বিজ্ঞাপন

অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ রিয়াজ উদ্দিনের সন্তান। তিনি বর্তমানে নাটোর জেলা স্কাউটসের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) অর্জন করেন।

তাঁর এই স্বীকৃতিতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজনরা সন্তোষ প্রকাশ করে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *