আইনি লড়াইয়ে জিতেও মনোনয়নপত্র প্রত্যাহার করলেন নাছির উদ্দিন হাজারী

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  আইনি লড়াইয়ে জিতেও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মো. নাছির উদ্দিন হাজারী। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।


বিজ্ঞাপন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর কসবা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে লড়তে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন নাছির উদ্দীন হাজারী।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া একভাগ ভোটার তালিকার স্বাক্ষরে গরমিল থাকার অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আপীল করে তিনি প্রার্থীতা ফিরে পান.।


বিজ্ঞাপন

নাছির উদ্দীন হাজারী বলেন, ‘বিএনপির প্রতি আনুগত্য ও দলের চেয়ারপারষন তারেক রহমানের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আমি দলের প্রার্থী মুশফিকুর রহমানকে সমর্থন দিয়েছি।’


বিজ্ঞাপন
👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *